Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সতীঘাটায় নারী সমাবেশ

অমিতকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান নার্গিস বেগমের

এখন সময়: শুক্রবার, ২৮ নভেম্বর , ২০২৫, ০৩:১০:২১ এম

 

 

জাকির হোসেন, কুয়াদা: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের সকল ক্ষমতার  মালিক জনগণ। তারাই নির্ধারণ করবেন কার মাধ্যমে দেশ চলবে এবং কাকে ভোট দেবেন বা দেবেন না। সেই ভোটাধিকার যেন সুরক্ষিত থাকে, এজন্য অবাধ ও সুষ্ঠু  পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, নারীরা পিছিয়ে থাকবে না, নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা হবে স্বাবলম্বী। পরিবারে নারী নির্যাতন বন্ধ করার দরকার ও সমাজে সামাজিক নিরাপত্তা দরকার। তিনি সমাবেশে বিগত দিনে জননেতা তরিকুল ইসলামের পাশে ছিলেন ঠিক তেমনি অনিন্দ্য ইসলাম অমিতের পাশে থেকে  ধানের শীষে ভোট দিয়ে  তাকে  বিজয়ী করার আহবান জানান।

বৃহস্পতিবার  যশোর  সদর উপজেলার সতীঘাটা ম্যাধমিক মাঠে রামনগর  ইউনিয়ন মহিলা দলের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি একটি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা চাই এই দেশকে সবার জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলতে। আর এর জন্য দরকার নির্বাচনমুখী পরিবর্তন এবং সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ বিনির্মাণ।

সমাবেশে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন মহিলা দলের  সভানেত্রী জাহানারা বেগম। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, সিনিয়র সহ সভানেত্রী সেলিনা পারভিন, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ, নগর মহিলা দলের দপ্তর সম্পাদক ফারহানা পারভীনসহ সদর উপজেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু। রামনগর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডঃ আব্দুল আজিজ যুগ্ম আহবায়ক মারুফ হোসেন সদস্য মাসুদুর রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক  দলের  সচিব রাজু আহমেদ সদস্য  প্রমুখ। নারী সমাবেশ পরিচালনা করেন সাবেক  উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক  মাসুদা ফারুক মিনু।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)