নিজস্ব প্রতিবেদক : দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার আহ্বায়ক বাসদ নেতা হাসিনুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলার সভাপতি মাহাবুবুর রহমান মঞ্জু, বাসদ নেতা আলাউদ্দিন প্রমুখ। বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার অন্যতম নেতা পলাশ বিশ্বাস সমাবেশ পরিচালনা করেন।