Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাবার মত আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই : রনি

এখন সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর , ২০২৫, ১২:৫৬:০৭ এম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর উপজেলা মডেল প্রাইমারি স্কুলে মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ।

সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল।

ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন- আমার বাবা এ আসন থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য। আমি আমার বাবার দেখানো পথে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবা যেমন করে রাস্তা, ব্রিজ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন আমিও একইভাবে আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)