স্পন্দন ডেস্ক : জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গোলাম মো. বাতেন বাগেরহাটে এবং আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় যোগদান করেছেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ২৫ তম জেলা প্রশাসক হিসেবে গোলাম মো. বাতেন মঙ্গলবার বিকেলে যোগদান করেন। বিসিএস ২৮ ব্যাচের এ কর্মকর্তা এর আগে ফেনীর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) পদে দায়িত্ব পালন করেন।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। ২৮ ব্যাচের এ কর্মকর্তা শেরপুর জেলার নকলা উপজেলার জানকিরপুর গ্রামের বাসিন্দা।