নিজস্ব প্রতিবেদক: মাদক (ফেনসিডিল) মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার আব্দুস সামাদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে যশোরের ডিবি পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। এ সময় কুদ্দুসকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আব্দুল মালেক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক কুদ্দুসের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন।
সাক্ষ্য গ্রহণ শেষ আসামি কুদ্দুস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাগণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী কারাগারে আটক আছে।