Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবস পালিত

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০১:০০:৪০ এম

প্রেসবিজ্ঞপ্তি : যশোরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
মওলানা ভাসানী পরিষদের যশোর শাখা সোমবার বিকাল ৪টায় প্রেসক্লাব যশোরে আলোচনা সভার আয়োজন করে।
সভায় আলোচকরা বলেন-মওলানা ভাসানী বলতেন আমরা আমেরিকার দালালী করবো না, ভারতের দালালী করবো না চীনের দালালী করবো না আমরা একমাত্র বাংলাদেশের পক্ষে থাকবো। কিন্ত বড়ই পরিতাপের বিষয় বিগত সরকার ছিলো ভারতের পক্ষে আর বর্তমান সরকার আমেরিকার হয়ে দেশের বন্দর বিদেশিদের হতে তুলে দিচ্ছে। অর্থাৎ দেশের স্বার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে।
পরিষদের আহবায়ক হারুন-অর-রশীদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের উপর আলোচনা করেন- অধ্যাপক ইসরারুল হক, কমরেড নাজিমউদ্দিন, বাম গণতান্ত্রিক জোটের আহবায়ক হাসিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, অন্যতম ভাসানী অনুসারী অ্যাড. আজিজুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান মিয়া, ইসমাইল হোসেন, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)