Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০১:৩৬:৫৮ পিএম

সাতক্ষীরা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।

গত ১৫ দিনে এসব মালামাল আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেসবার্তায় জানিয়েছেন, ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার ভারতীয়  মালামাল আটক  করা হয়েছে।

তিনি জানান, চলতি নভেম্বর মাসের ০১ তারিখ হতে  ১৫ নভেম্বর পর্যন্ত পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।

এসময় এক কোটি চৌত্রিশ লাখ আটাশি হাজার তিনশ’ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ী, কসমেটিক্স, থ্রি -পিস,  কম্বল, আগরবাতি, ইমিটেশন সামগ্রীসহ বিভিন্ন মালামাল আটক  করা হয়। আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)