Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালে এক হাজার রোগীকে ডায়াবেটিস পরামর্শ

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৩:০২:০৮ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সায়েন্টিফিক সেমিনার ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নড়াইলের ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ভিক্টোরিয়া হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি জজকোর্টের পিপি অ্যাডভোকেট এসএম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আ ফ ম মশিউর রহমান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য দেন-নড়াইল জেলা হাসপাতালের সার্জারী ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডা. দীপংঙ্কর কুমার, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ, ডা. স্মৃতিকণা সরকার, নড়াইল জজকোর্টের সিনিয়র আইনজীবী উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এমএম কামরুজ্জামান কামরুল।

বক্তারা বলেন, ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। শুধুমাত্র নিয়ম কানুন মেনে খাওয়া-দাওয়া ও চলাফেরা করলে আজীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক ভাবে জীবন যাপন করা যাবে। ডায়াবেটিস রোগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া ভিক্টোরিয়া ডায়াবেটিস সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক দীপ বিশ্বাস সুদীপ ও স্মৃতিকণা সরকার প্রতিমাসে অন্তত এক হাজার রোগীকে ডায়াবেটিস বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি প্রতিমাসে ৩০০ রোগীকে বিনামূল্যে ইনসুলিন এবং ২০০ রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এদিকে, ডায়াবেটিস রোগীদের বিশেষ দন্ত ও চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি ‘ডায়াবেটিস ফুট’ আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি ডা. দীপ বিশ্বাস সুদীপ জার্মানি থেকে ‘ডায়াবেটিস রেটিনোপ্যাথি’র ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করায় এই চিকিৎসাও এখন ভিক্টোরিয়া ডায়াবেটিস সেন্টারে সহজলভ্য হয়েছে। বিশ্বখ্যাত ‘ঋঁহফঁং ঈধসবৎধ’ এর মাধ্যমে এক হাজার ৫০০ টাকায় বিশেষ চক্ষু চিকিৎসা এই সেন্টারের সদস্যরা বিনামূল্যে পাচ্ছেন। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, ডায়াবেটিস রোগীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)