প্রেসবিজ্ঞপ্তি: পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার ইএমএস’র প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তাদের পরিবেশগত কর্মক্ষমতা উন্নত করতে, আইনি বাধ্যবাধকতা মেনে চলতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে সাহায্য করার জন্য করনীয় বিষয়ে জ্ঞানার্জনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যবিপ্রবির ইএসটি বিভাগ। প্রশিক্ষণ কর্মশালায় ইএসটি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, প্রতিটি বিভাগেরই উচিত তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা আরো বেশি গবেষণামুখী হবে। শিক্ষার্থীরা যতো বেশি সেমিনার, কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণ করবে ততো বেশি দক্ষতা অর্জন করতে পারবে। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এজেএ বাংলাদেশ লি. এর লিড টিউটর, বিজনেস হেড মোঃ কবিরুল আলম ও যুগ্ম বক্তা হিসেবে বক্তব্য দেন এজেএ বাংলাদেশ লি. এর অডিট অফিসার মাসুম-আল-হাসান মেহেদী। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশগত কর্মক্ষমতা উন্নত করতে, আইনি বাধ্যবাধকতা মেনে চলতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে সাহায্য করার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। কর্মশালায় আরও বক্তব্য রাখেন সভাপতি ও ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ। কর্মশালায় উপস্থিত ছিলেন তাপসী রাবেয়া হলের প্রভোষ্ট ড. নাজনীন নাহার, সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরীসহ ইএসটি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়। সমগ্র কর্মশালাটির আহ¦ায়কের দায়িত্ব পালন করেন ইএসটি বিভাগের প্রভাষক ফারিহা ফারজানা ও উপস্থাপনায় ছিলেন ইএসটি বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম।