Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রদ্ধা ভালোবাসায় কবি গোলাম মোস্তফার জন্ম-মৃত্যুদিবস পালিত

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০৯:৪৪:৪২ এম

মাসুদুজ্জামান লিটন (শৈলকুপা, ঝিনাইদহ) : জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম-মৃত্যুদিবস প্রথমবারের মতো পালিত হলো সরকারীভাবে। কবি গোলাম মোস্তফা একাডেমির সহযোগিতায় ঝিনাইদহ জেলা প্রশাসন অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
১৪ নভেম্বর শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে কবির বাড়ি প্রাঙ্গণে বাংলাসাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক আলোচনাসভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও রাজউক সদস্য মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, সহকারী কমিশনার ভূমি এস এম সিরাজুস সালেহীন প্রমুখ। বক্তব্য রাখেন কবি গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন, ব্যাংকার্স ফোরাম শৈলকুপা উপজেলা সভাপতি মহিবুল কাদির ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা একাডেমির উপদেষ্টা রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি ঘিরে মনোহরপুর গ্রামটিতে ছিল উৎসবের আমেজ। ১৯৯৭ সালে কবি গোলাম মোস্তফার জন্মশতবার্ষিকী মহা ধুমধামে পালিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত মোশাররফ হোসেন মিয়া ও দেশবরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)