Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্ষমতায় যেতে পারলে ৬ মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখিয়ে দিবো : লবি

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৬:৩২:১৪ এম

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, “ডুমুরিয়া-ফুলতার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। যেটা বিগত কয়েক বছর ধরে চলে আসছে। এসব অঞ্চলে সরেজমিনে গিয়ে মানুষের দুঃখ দুর্দশা উপলব্ধি করেছি। চরম দুর্বিসহ জীবন-যাপন করছেন পনিবন্দি এলাকার মানুষগুলো। জলাবদ্ধতা নিরসনে শিরোমনি খাল খনন করে ভৈরব নদীর সাথে সংযোগ করার পরিকল্পনা চলছে। এছাড়া বিএডিসি কর্তৃক ডুমুরিয়ায় ১১টি খাল খনন করা হবে। তিনি বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং আমি যদি আপনাদের এমপি হতে পারি তাহলে নির্বাচনের ৬ মাসের মধ্যে জলাবদ্ধতা নিরসনসহ দৃশ্যমান উন্নয়ন দেখিয়ে দিব। গতকাল শুক্রবার বিকালে গুটুদিয়া ফুটবল মাঠে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা শহীদ মোড়লের সভাপতিত্বে আলি আসগার লবি আরো বলেছেন, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরীক দল হিসেবে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে এমপি নির্বাচিত হয়। সেই সময় তিনি কি কাজ করেছিলেন সেটা জনগণই ভালো জানেন। তবে জামায়াতের মত বিএনপি ধর্মের রাজনীতি করে না। গত ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলে সেই সময় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি ছিলো এবং তাদের বসতবাড়িসহ মন্দিরগুলো পাহারা দিয়েছে বিএনপি। বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় পথসভায় বক্তব্যদেন এবং উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা যুবদলের সিনিঃ যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, আলমগীর হোসেন, এ্যাডঃ মনিমুর রহমান নয়ন, গাজী মোনায়েম হোসেন, জিল্লুর রহমান তরফদার, মাহাবুবুর রহমান পিকুল, রাসেল হালদার, মাওঃ খলিলুর রহমান, মফিজুর মোড়ল, লতিফ কাজী, শওকত সরদার, এম শাহাজালাল মোড়ল, তৌহিদ মোল্যা, রাজু মোল্যা, হিমু সরদার, মতিন সরদার, সিমান্ত মন্ডল, আলম গাজী, ফারুক গোলদার, সাহেব আলী বিশ্বাস, গাজী তরিকুল, বিকাশ কুসুম মন্ডল প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)