Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার কোলাবরেশনে খুবিতে নতুন অধ্যায়ের সূচনা

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৬:৩১:০২ এম

 

খুলনা প্রতিনিধি: ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার যৌথ গবেষণা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশে প্রথমবারের মতো কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (সিআরজিপি) চালু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে এ বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে সিআরজিপি প্রোগ্রামে ১১টি প্রকল্পের অনুকূলে মোট ১ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (আরজিপি)-এর আওতায় ৩৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা।

প্রধান অতিথি হিসেবে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন। বরাদ্দপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম এবং অর্থনীতি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিসাদ নাসরীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও বরাদ্দপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একই স্থানে ‘প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। ‘রিসার্চ প্রজেক্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন এবং ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন সিআরজিপি এন্ড আরজিপি’ বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. খান মেহেদী হাসান। সমাপনী বক্তব্য রাখেন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)