Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৬:৩১:০২ এম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) খুলনার উদ্যোগে আয়োজিত এবং পরিচালিত এ সভায় মানব পাচার প্রতিরোধে কার্যকর কৌশল ও সম্মিলিত উদ্যোগ এবং নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জামিরা ইউপি সদস্য মোঃ ছাব্বির আহম্মদ। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরএসসি খুলনার সাইকোসোশ্যাল কাউন্সেলর মোঃ সামসুজ্জামান মোল্লা ও সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন শ্রাবন্তী সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরা আসমাতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, স্থানীয় সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও গ্রাম পুলিশ প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিদেশ ফেরত অভিবাসী কর্মী, যুব প্রতিনিধি ও অভিবাসন প্রত্যাশী যুবক।

সভার মুক্ত আলোচনার শেষে উপস্থিত সকলে মানব পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের আশা, এ ধরনের সভা মানব পাচারমুক্ত সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)