Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৩:৫৮:৫২ এম

 

ঝিনাইদহ ও কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে ২ অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এ এম বি এম ব্রিকস নামে দুইটি ইটভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি গুড়িয়ে দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩ ভাটায় অভিযান চালিয়ে শুধু সিমানা প্রাচীর ভেঙে দেয়া হয় এবং এই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে এই ২ ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে আজকে এই ২ ভাটা গুড়িয়ে দেয়া হলো। এই ধরনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)