ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠা হলো না যশোরের। বুধবার বিকেলে ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে সিরাজগঞ্জের সাথে ২-০ গোলে হেরে যায় যশোর। সিরাজগঞ্জের শিশির ২৩ মিনিটে পেনাল্টি থেকে ও ম্যাচের ৭৫ মিনিটে মোহাম্মদ আলী একটি গোল করেন। এদিকে, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো সিরাজগঞ্জ ও দিনাজপুর। ২২ নভেম্বর দুপুর পৌনে তিনটায় কমলাপুর স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে দুই দল। এর আগে গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দিনাজপুর ৩-২ গোলে চট্টগ্রামকে হারায়।