Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ

ফাইনালে ওঠার লড়াইয়ে যশোরের প্রতিপক্ষ সিরাজগঞ্জ

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০১:০৬:৪৯ এম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বুধবার মাঠে নামছে যশোর জেলা দল। সেমিফাইনালে যশোরের প্রতিপক্ষ সিরাজগঞ্জ জেলা দল। ম্যাচটি বিকেলে অনুষ্ঠিত হবে ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ১৯৭৬ সালের এ প্রতিযোগিতায় যশোর চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আর শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এবার জেলার তরুণ ফুটবলারদের নিয়ে সেই স্বপ্ন পুরণের আশা যশোরবাসীর। এদিকে, ফাইনালে ওঠার ম্যাচে অংশ নিতে মঙ্গলবার বিকেলে ঢাকার গেছেন যশোরের খেলোয়াড় ও কর্মকর্তারা। জেলা ত্যাগের আগে শামস্-উল হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময়ে দলের ম্যানেজার আজিজুল ইসলাম শুকুর, সহকারী ম্যানেজার আশরাফ হোসেন, দলের প্রধান কোচ আনোয়ার পারভেজ, গোলরক্ষক কোচ মোস্তাফিজুর রহমান মুন্না ও দলের অধিনায়ক খোকা বাবু দলের জন্য যশোর বাসীর কাছে দোয়া কামনা করেন। সেমিফাইনালে উঠে আসার পেছনে রয়েছে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের কোচের কৌশলী ভূমিকা। প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের ম্যাচ হয়েছিলো হোম অ্যাওয়ে পদ্ধতিতে। প্রথম ম্যাচে ঘরের মাঠে ও দ্বিতীয় ম্যাচেও নড়াইলকে পরাজিত করে যশোর। হামদিপুরস্থ শামস্-উল হুদা ফুটবল একাডেমীর মাঠে মাগুরার বিপক্ষে গোলশূন্য ড্র। একই দলের বিপক্ষে মাগুরা স্টেডিয়ামে যশোর জয়ী হয়। পরে বরিশাল ভেন্যুতে বাগেরহাটকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় যশোর। যশোর জেলা দলের প্রশিক্ষক আনোয়ার পারভেজ বলেন, আশা করি ছেলেরা ভাল করবে আর আমরা ফাইনালে উঠবো ইনশাল্লাহ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)