ক্রীড়া প্রতিবেদক: যশোরে তপন স্মৃতি সংসদ ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভেকুটিয়া বয়েজ। রোববার মধ্যরাতে মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) অনুষ্ঠিত ফাইনালে ভেকুটিয়া বয়েজ সাডেন ডেথে জলিল স্যানেটারিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকারেও ৪-৪ গোলে সমতা থাকে। সাডেন ডেথের দ্বিতীয় শটে ভেকুটিয়া গোল করলেও জলিল স্যানেটারির খেলোয়াড় মিস করেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভেকুটিয়া বয়েজের মাহিম। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও হয়েছেন মাহিম। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন জলিল স্যানিটারির অধিনায়ক সানি। খেলা শেষে পুরস্কার প্রদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মেধা জিম সেন্টারের স্বত্বাধিকারী হাসানুল ইসলাম বাপ্পী, আয়োজক কমিটির সদস্য মাসুদ পারভেজ, পৃষ্ঠোপোষক এইচএম আহসান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ২০ হাজার ও রানার্স আপ দলকে ১৫ হাজার টাকা দেয়া হয়। যশোর শহরের গাড়ী খানা রোড এলাকার তপন স্মৃতি সংসদ আয়োজিত প্রতিযোগিতার ৪র্থ আসরে ১৬টি দল অংশ গ্রহন করে। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় গত ৭ নভেম্বর।