Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০৯:৫৪:৪৮ এম

 

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) কলারোয়া পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সিসিডিবি’র ঢাকা অফিসের কো-অর্ডিনেটর, বাই-ল্যাটারাল প্রোগ্রামস আর্নেস্ট অনিন্দ্য সরকার ও কো-অর্ডিনেটর, কমিউনিকেশনস প্রবীর কুমার দাস।

সংস্থার টেকনিক্যাল অফিসার ইকরামুল কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ সংস্থার হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ, সুদীপ্ত বিশ্বাসসহ প্রশিক্ষনার্থী যুবরা।

উল্লেখ্য যে, সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে যুব প্রজেক্টের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮০ জন বেকার যুবকে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মোটরগাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউটি পার্লার, ফার্নিচার, ওয়েল্ডিংসহ ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)