Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা 

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৪:০৬:৩৭ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় শহর ও মহাসড়কে যানজট নিরসন, মাদক, বাল্য বিয়ে, আত্মহত্যা প্রতিরোধ এবং মাংশ বিক্রেতাদের তদারকি ব্যবস্থা জোরদারকরনসহ চুরি ছিনতাই রোধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়। এ ছাড়াও উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি পূরনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম ও বারবাজার হাইওয়ে থানার নবাগত ওসি আলমগীর কবির।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহাবুবুর রহমান মিলন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু, গণমাধ্যমকর্মী জামির হোসেন, শাজাহান আলী সাজু, নয়ন খন্দকার ও হুমায়ুন কবির সোহাগসহ পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)