নড়াইল পৌর প্রতিনিধি: নড়াইলে শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে সদস্য পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর মন্দির (মহাশ্মশান) প্রাঙ্গণে সমাবেশ শুরু হয় । শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া পিযুষ বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মতুয়া সুজয় বিশ্বাস।
প্রধান অতিথি ছিলেন, শ্রী শ্রী হরি - গুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসিম পাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী হরি - গুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি - গুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী শ্যামল বিশ্বাস, প্রচার সম্পাদক মতুয়া বিমল গোসাই,কার্যকরী সদস্য মতুয়া মুকুল পাগল, নড়াইল সদর উপজেলা শাখার উপদেষ্টা মতুয়া তাপস কুমার বিশ্বাস, মতুয়া সৌমেন স্যান্নাল (সোনা), মতুয়া কমলেশ বাগচীসহ সদর উপজেলার শাখার নেতা ও বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া ভক্তবৃন্দ।