কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ভূষণস্কুল মাঠে সমাবেশে বাদ্যযন্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা অংশ নেয়।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে এ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের জনতা মোড়ে এসে শেষ হয়।