ফরহাদ খান, নড়াইল: পুলিশের সহকারী মহাপরিদর্শক শামীমা পারভীন শিল্পীর বাবা নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার কাজী আফসারুল ইসলামের (৮০) আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ নড়াইল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন-মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মোহাম্মদ জাকারিয়া।
গত ৩০ অক্টোবর দুপুরে আফসারুল ইসলাম নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। বৃহস্পতিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওইদিন আসরবাদ জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।