শালিখা (মাগুরা) প্রতিনিধি: শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক টিকু, প্রধান শিক্ষক মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু হোসেন,মোহাম্মদ আলী হাসান, মোহাম্মদ মাহামুদা খাতুন প্রমুখ।