কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার যুগিখালিতে বিশাল পুকুরের মাঝখানে হওয়া ৮ দলীয় দিবারাত্রির হাডুডু প্রতিযোগিতায় পাইকপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ব্যতিক্রমী আয়োজনের এই হাডুডু প্রতিযোগিতায় পুকুরের মাঝখানে মঞ্চ স্থাপন করা হয়। সেই জলাশয়ে স্থাপিত মঞ্চে দিবারাত্রির এই প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। বিপুল দর্শক সমাগমে অনুষ্ঠিত এই জমজমাট প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উন্নীত হয় বালিয়াডাঙ্গা ও পাইকপাড়া। চ্যাম্পিয়ন পাইকপাড়া দলকে পুরস্কার হিসেবে একটি বিশালাকৃতির গরু ও রানার্সআপ বালিয়াডাঙ্গাকে একটি খাসি প্রদান করা হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন বালিয়াডাঙ্গা দলের হয়ে খেলা জাতীয় হাডুডু দলের কৃতী খেলোয়াড় বাপ্পী। এর আগে বুধবার বিকেলে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (৫ নভেম্বর) যুগিখালি গ্রামবাসী আয়োজিত এ হাডুডু প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মাস্টার আব্দুল করিম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, গ্রামবাসীদের মধ্যে আরিজুল ইসলাম, কামরুল ইসলাম, নাসির, শামসুর, চয়ন প্রমুখ। রাতে প্রতিযোগিতা শেষ হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত পুকুরের চারপাশে বিপুল দর্শক প্রাণভরে এ হাডুডু খেলা উপভোগ করেন। নজরকাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রণকারী ৮ দল হলো: পাইকপাড়া, বালিয়াডাঙ্গা, কামারবায়শা, সেনেরগাতি, কুশোডাঙ্গা, খেদাপাড়া, বৈদ্যপুর ও কেঁড়াগাছি।