ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শোলগাতিয়া এলাকায় হরি নদীর মাটি কেটে ইট প্রস্তুত এবং সরকারি রাস্তার উপর স্থাপনা নির্মাণ করায় স্টোন ব্রিকসে নগদ ১ লাখ টাকা জরিমানাসহ অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, ইটভাটা পরিচালিত আইনের কোন বৈধ কাগজপত্র নেই। ফলে স্টোন ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলা যায়। নদীর মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে স্টোন ব্রীকসে নগদ ১লাখ টাকা জরিমানা আদায়সহ পাউবো’র বাঁধের উপর নির্মিত পাকা স্থাপনার আংশিক অংশ ভেঙে দেয়া হয়। তবে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
উল্লেখ্য, আশ্বিনের ১৫দিন পার হলেই শুরু হয় ভাটার মৌসুম। চলতি মৌসুমে উপজেলায় ২১ ইটভাটায় এবার ইট প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে মাত্র ৭ ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে। ভাটাগুলো হলো, বয়ারশিং এলাকার ভাইভাই ব্রিকস, খড়িয়ার এমএসবি-১ ও এমএসবি-২ ব্রিকস, শাহপুর মরণতলার সেতু ব্রিকস, কানাইডাঙ্গার সেতু ব্রিকস, সাহস এলাকার জাহিদ ব্রিকস-১ ও জাহিদ ব্রিকস-২।