Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒মেট্রোরেল দুর্ঘটনা

কেশবপুরের সন্তান অ্যাডভোকেট তনুর দায়েরকৃত রিটে হাইকোর্টের রুল জারি

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০১:২৫:৫০ এম

 

কেশবপুর  প্রতিনিধি : কেশবপুরের সন্তান অ্যাড. তনু হাওলাদার মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং পুরো মেট্রোরেল প্রকল্পের কাঠামোগত সক্ষমতা ও নিরাপত্তা নিরীক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। তনু হাওলাদার ঢাকাতে আইনজীবী পেশায় রয়েছেন।

অ্যাডভোকেট তনু হাওলাদার বলেন, স্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো মেট্রোরেল প্রকল্পের কাঠামোগত (সব লাইন ও পিলার) সক্ষমতা ও নিরাপত্তা নিরীক্ষা বিষয়ে বিস্তৃত তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাড. তনু হাওলাদার আরও বলেন, নিহত আবুল কালামের পরিবারকে পর্যাপ্ত এবং অবিলম্বে দুই কোটি টাকা তাৎক্ষণিক ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

অ্যাডভোকেট তনু হাওলাদার কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন নম্বর ১৭৫৭১/২০২৫।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)