শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন ঘাগড়ামারী এলাকায় অভিযান চালিয়ে ২২টি হরিণ শিকারের ‘সিটকা’ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। ৩০ অক্টোবর দুপুরে অভিযান পরিচালনা করে বনরক্ষীরা।
অভিযানের সময় “প্যারালাল লাইন সার্চ” পদ্ধতিতে জঙ্গলে ফুট পেট্রোলিং চালানো হয়। এ সময় ঘাগড়ামারী খালের সাইট ও লক্ষ্মীখালী খালের পাশ থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়।। উদ্ধার করা ফাঁদগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি ছিল নিয়মিত টহল কার্যক্রমের অংশ, যার মাধ্যমে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী বলেন, “সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক আছি। তারপরেও চোরা শিকারীরা সুকৌশলে বনের মধ্যে ঢুকে হরিণ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা প্রতিহত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।