Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ঘাতক নাতি জামাইকে গণপিটুনি

স্ত্রীকে আনতে বাধা : ঝিকরগাছায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, জখম ৪

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০১:৩৮:০৮ এম

 

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। তাকে রক্ষা করতে গেলে শাশুড়িসহ আরও ৪জনকে জখম করা হয়েছে। স্ত্রীকে আনতে বাধা দেওয়ার জের ধরে গোলযোগে মঙ্গলবার রাতে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা হামলাকারী নাতি জামাইসহ দ্ইুজনকে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে, যশোর শহরের পালবাড়ী এলাকার মৃত শাহাজানের ছেলে মোহন মোল্যার সঙ্গে কয়েক বছর আগে ঝিকরগাছার মুন্নি বেগমের মেয়ে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোহন প্রায়ই মিমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন চালাতেন। নির্যাতনের কারণে প্রায় ১৫ দিন আগে মিমের মা তাকে বাবার বাড়ি নীলকণ্ঠনগর গ্রামে নিয়ে যান।

মঙ্গলবার রাত ১০ টার দিকে মোহন তার সহযোগী পাগলাদাহ গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে আহম্মদ আলীকে নিয়ে মিমকে আনতে শ্বশুরবাড়িতে যান। কিন্তু মিমের পরিবার তাকে পাঠাতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মোহন ও আহম্মদ  ক্ষুব্ধ হয়ে নানা শ্বশুর মহিউদ্দিনকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে শাশুড়ি মুন্নি বেগম, নানি শাশুড়ি তাজুমা বেগম, মামাতো শ্যালক রফিউদ্দিন ও শফিউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের ৫ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। এসময় ক্ষুব্ধ জনতা হামলাকারী মোহন ও আহম্মদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের দুইজনকেও হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিলো। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, বৃদ্ধ মহিউদ্দিন খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক দুইজন গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)