Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০১:৫০:২৬ এম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশীদের এক মঞ্চে দেখা গেছে। দীর্ঘদিন পরে হলে এক মঞ্চে বিএনপি জামায়াতের মনোনয়ন প্রত্যাশীদের একত্রিত হওয়ার ঘটনা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক মনে করছেন কালীগঞ্জবাসী।

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তারা একই মঞ্চে আসেন। সাবেক এ সাংসদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এ আসন থেকে চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা জামায়াতে নায়েবে আমির এ আসনে দলটির প্রার্থী আলহাজ্ব আবু তালেব। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির তিন গ্রুপের প্রথম সারির সকল নেতা।

জামায়াত প্রার্থী আবু তালেব কালীগঞ্জ বিএনপির তিন নেতা এক সাথে কাজ করবেন প্রত্যাশা ব্যক্ত করে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। তাদের মধ্যে যেই দলের মনোনয়ন পাক সৌহার্দপূর্ণ পরিবেশে কালীগঞ্জবাসীর জন্য কাজ করবে বলে আশা করেন। তিনি সাবেক এমপি বেল্টুর জন্য দোয়া করেন এবং নিজের জন্য কালীগঞ্জবাসির কাছে দোয়া চান।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ সাবেক এমপি বেল্টুর রুহের মাগফেরাত কামনা করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এক সাথে কাজ করবো, কালীগঞ্জবাসীর উন্নয়নে কাজ করবো। দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা মানুষের উন্নয়নে কাজ করবো।

আরেক মনোনয়ন প্রত্যাশীঅ হামিদুল ইসলাম হামিদ সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু কর্মকান্ডের প্রশংসা করে বলেন, বেল্টু ছিলেন আমার ভায়ের মতো। তার উন্নয়ন কাজের প্রশংসা করলে শেষ হবে না। সামনের দিন থেকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কালীগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথে এক সাথে কাজ করবো।

মুর্শিদা জামান বেল্টু স্বামীর জন্য দোয়া চেয়ে বলেন, তিনি কালীগঞ্জে মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। তার মত উন্নয়ন আর কেউ করতে পারেনি। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে। যাকেই মনোনয়ন দিক না কেন, আমি তার সাথে থেকে স্বামীর দেখানো পথে কালীগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো।

প্রসঙ্গত,  দীর্ঘদিন ধরে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান বেল্টুর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করে আসছে। দির্ঘ সময় দলের মধ্যে বিভক্তি থাকলেও বুধবারের কর্মসূচীতে এক মঞ্চে সব নেতারা উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। গত ২৭ অক্টোবর বিএনপির হাইকমান্ড খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশিদের সাথে কথা বলেন। সেখান থেকে সবাইকে একসাথে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়। আজ সব নেতারা এক মঞ্চে উপস্থিত থাকা তারই প্রতিফলন মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)