নিজস্ব প্রতিবেদক: যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিসিসি) বুধবার সকালে পাসপোর্টে জালিয়াতি করে দক্ষতা যাচাই সংক্রান্ত পরীক্ষায় প্রক্সি দিতে এসে খোকন (২৫) নামে এক যুবক হাতেনাতে আটক করে পুলিশে দেয়া হয়েছে। এ সময় আরো একজন পরীক্ষার রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। আটক খোকন চট্টগ্রামের বায়েজিদ বোস্তমি থানার বায়েজিদ বালুছড়া এলাকার বাছা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে।
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইফ্ফাত মাহমুদ জানান, বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট কাজের উপর দক্ষতা যাচাই সংক্রান্তে পরীক্ষা দিয়ে থাকেন। পরীক্ষা দেয়ার জন্য তাদের পাসপোর্ট সাথে নিয়ে আসা বাধ্যতামূলক। প্রতিদিনের মতো বুধবার যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রের ২০৬ নম্বর রুমে দায়িত্ব পালন করছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল) রতন দেবনাথ। সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চালাকালে তিনি একজন পরীক্ষার্থীর পাসপোর্ট যাচাই করার সময় অমিল দেখতে পান। পাসপোর্টের ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার বিগগান এলাকার হারুন জমাদ্দারের ছেলে। পাসপোর্টের একটি স্থানে ছোট ছবিতে বয়স্ক এক ব্যক্তি এবং অপর স্থানের বড় ছবিতে এক যুবকের চেহারা দেখা যায়। ছোট ছবির ব্যক্তিই প্রকৃত পাসপোর্টধারী। আর বড় ছবির যুবক নকল। আসল ছবির উপরে কৌশলে অন্য যুবকের ছবি বসিয়ে দেয়া হয়েছে। এ সময় পরীক্ষা দিতে আসা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, ২ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসেছেন।
জিজ্ঞাসাবাদে আটক খোকন আরো স্বীকার করেন যে, ইতোপূর্বেও টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির হয়ে দক্ষতা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে আটক মো. খোকনকে পুলিশে সোপর্দ এবং এ ঘটনায় কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. তরিকুল ইসলাম কোতয়ালি থানায় মামলা করেছেন।
তবে দৌড়ে পালানো অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি। ওই ব্যক্তি নারায়নগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর সোনপুর এলাকারআব্দুল হালিমের ছেলে ওসমান গণির পাসপোর্টে দেখিয়ে পরীক্ষা দিতে এসেছিলো। পুলিশ দুইটি পাসপোর্ট জব্দ করেছে।