নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ আলাদা এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ দুটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঁঠালতলার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। এর আগে গত ১৬ অক্টোবর ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে একই ব্যাংক আরও দুটি মামলা করে।
মামলার অভিযোগে জানা গেছে, তৌহিদ চাকলাদার ফন্টু ইউসিবি ব্যাংকের কাছ থেকে ১ কোটি টাকার বিনিয়োগ সুবিধা নেন। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে আসল ও লভ্যাংশ পরিশোধ করার কথা ছিল। বর্তমানে তার কাছে ১ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৪৪ টাকা পাওনা রয়েছে। গত ২০ আগস্ট ব্যাংক কর্তৃপক্ষ ফন্টুর সঙ্গে দেখা করলে তিনি ১ কোটি টাকার একটি চেক দেন। চেকটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যশোর শাখায় জমা দেয়ার পর পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। পরবর্তীতে ২৮ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠালে ৩০ দিন পার হলেও ফন্টু কোনো সাড়া দেননি। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছে।
অপর মামলার অভিযোগে জানা গেছে, একই ব্যাংক থেকে ফন্টু ২০২২ সালের ২৬ অক্টোবর ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। ২০২৪ সালের ৩১ আগস্ট ওই টাকা পরিশোধের কথা ছিল। বর্তমানে তার কাছে ৬৪ লাখ ৩৯ হাজার ১৭২ টাকা পাবে ব্যাংক। গত ২১ আগস্ট ফন্টুর সঙ্গে দেখা করে টাকা চাইলে তিনি ৫০ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। ২৮ আগস্ট তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।