আশাশুনি প্রতিনিধি: ২০০৬ সালে পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনি-সন্ত্রাসীদের বিচারের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আসর নামাজের পর আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদের সামনের সড়ক হয়ে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও ল’ ইয়ার্স কাউন্সিল সভাপতি অ্যাড. আব্দুস সোবহান মুকুল। উপজেলা সেক্রেটারী আনওয়ারুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আলোচনা রাখেন সাবেক উপজেলা আমীর ও জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, সাবেক উপজেলা সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমীর ও উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, শ্রীউলা ইউনিয়ন আমীর ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাও. লুৎফর রহমান।