ফরহাদ খান, নড়াইল: ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নেমেছেন নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় শতাধিক ভ্যানযোগে গণসংযোগ করেন তিনি। নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লোহাগড়া চৌরাস্তা থেকে প্রচারণা শুরু করে সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত ভ্যানযোগে শুভেচ্ছা বিনিময় করেন। পরে লোহাগড়া বাজার এলাকায় আসেন। এ সময় নেতাকর্মীসহ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন ফরহাদ। এছাড়া প্রায় প্রতিদিনই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি।
গণসংযোগকালে ডক্টর ফরহাদ বলেন, ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, আগামি নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাবো। এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ ইসলামসহ অনেকে।