কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দিনব্যাপী আইটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পৌর অডিটোরিয়ামে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। প্রশিক্ষক হিসাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং অব আইসিটি ডিগ্রী ধারী প্রভাষক আবুল কালাম আজাদ যুবদলের সকল সদস্যকে তথ্য প্রযুক্তি বিষয়ক আইটি প্রশিক্ষণ দেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই হেভিওয়েট প্রার্থী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন ও সদস্য সচিব জাহিদ হাসান।