Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচণাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

এখন সময়: রবিবার, ২৬ অক্টোবর , ২০২৫, ০৯:৫৬:৪৫ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকার মিডিয়াকর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যর সঠিকভাবে উদঘাটন ও প্ররোচণাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেন ঝিনাইদহের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।

নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা গণশিল্পীর সভাপতি আব্দুস সালাম, বিহঙ্গ নাট্যগোষ্ঠীর সভাপতি শাহিনুর রহমান লিটন, জেলা বাসদের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, গুলজার হোসেন গরিব, মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

বক্তারা দাবি করেন, এটি আত্মহত্যা নয়। অবশ্যই এটি একটি হত্যা। স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন। তিনি কখনই স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারেন না। তাকে যে বা যারা প্ররোচিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়াকর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় আত্মহত্যা করেন। এই আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির কথা।

স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আর আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)