জীবননগর প্রতিনিধি: রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে জীবননগর উপজেলার ১৫৭০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা সমবায় অফিসার নুর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানাসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা।