কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে আসাদুজ্জামান সনেট নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বারবাজার মাজার রোডে সাংবাদিক সনেটকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় রাতেই তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে আসামি করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। সনেট দৈনিক গ্রামের কন্ঠ ও রুপান্তর প্রতিদিন পত্রিকার বারবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।
সনেট জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে তিনি বারোবাজার গাজী কালু চম্পাবতি মাজার সড়ক দিয়ে বাদেডিহি বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬) তার পথরোধ করে। এ সময় সনেট গতিরোধের কারণ ও তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের কারণও জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি ও এক পর্যায়ে আনোয়ারের কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে। আহত সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী আনোয়ার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে সাংবাদিকের উপর হামলার শুনে, রাতে স্থানীয় সাংবাদকর্মী, থানা পুলিশ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসার খোঁজখবর এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীকে আটকের জন্য বারবাজার ফাঁড়িকে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হবে বলে জানান।