নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণ আগামীতে আর কোনো আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক হতে চায় না। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্বকে নিষ্কন্টক করার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে।
শনিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সাংবাদিকদের বিভাজন ফ্যাসিবাদকে সহায়তা করেছিল। শেখ হাসিনার দানবীয় মূর্তির পেছনে এক শ্রেণির সাংবাদিক দায়ী ছিল। যারাই ব্যক্তি স্বার্থে সাংবাদিকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করে দেশের সাংবাদিক সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। যেখানে এক শ্রেণির সাংবাদিক ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিয়ে তোষণে ব্যস্ত ছিলো। আরেক শ্রেণির সাংবাদিক গণতান্ত্রিক শক্তির পক্ষে অবস্থান নিয়ে বুক চিতিয়ে রাজপথে ছিল। যারা গণতান্ত্রিক শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল, তাদেরকে দেশ ছাড়তে হয়নি। অন্যদিকে যারা ফ্যাসিস্টে অনুসারী ছিল তাদের পালাতে হয়েছে। অনেককে দেশ ছাড়তে হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির পর সাংবাদিকদের মধ্যে বিভাজন কোনো ভাবেই কাম্য নয়।
তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে একজন প্রকৃত সংবাদকর্মীর কোনো ভালো সময় যায় না। সাংবাদিকতা কাটা বিছানো পথ। একজন সত্যিকারের সাংবাদিকের জন্য এই পেশা কখনো পুষ্প বিছানো থাকে না। অনেক কঠিন পথকে ভালো বেসে এই পেশায় আসতে হয়। বিগত দিনে এই যশোরে বিএনপির নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা আমাদের পাশে ছিল। অনেক সংকটময় মুহূর্তেও তারা আমাদের সুরক্ষা দেবার পাশাপাশি সাহস শক্তি জুগিয়েছিল। অতীতের মতো আগামীতেও সাংবাদিকদের সাথে বিএনপি এক সাথে পথ চলবে।
সভায় অন্যতম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব এহতেশামুল হক শাওন।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, প্রচার সেক্রেটারী অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, যশোর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধরণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম।
সভাটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস ফরহাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।