খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের খাজুরায় ব্রেন টিউমারে আক্রান্ত ফাহিমের পাশে দাঁড়িয়েছেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। বুধবার দিবাগত রাতে স্থানীয় ঘোপদূর্গাপুর আশ্রায়ন প্রকল্পে ফাহিমের বাড়িতে যান তিনি। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তপন। ফাহিম ওই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ও ঘোপদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। তার বাবা আমিরুল ইসলাম পেশায় দোকানের কর্মচারী। এর আগে সন্ধ্যায় সম্প্রীতির বার্তা নিয়ে ওই গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি নেতা তপন। সভায় আসন কাত্যায়নি পূজা উদযাপনে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি। এছাড়া, খানাখন্দে ভরা স্কুল-বটতলা পূজামণ্ডপ রাস্তা সংস্কারে আর্থিক সহায়তা প্রদান করেন এবং এলাকার উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের পক্ষে ধানের শীষে ভোট চান বিএনপি নেতা তপন। মতবিনিময় সভায় বন্দবিলা ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মণ্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, খাজুরা টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দশরথ কুমার, ঘোপদূর্গাপুর সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি মানিক বিশ্বাস, সাধারণ সম্পাদক শংকর রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।