মোংলা প্রতিনিধি: মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার দুবাই-বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ৮৮৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম শফিকুল হাওলাদার (২৭)। সে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেট থেকে আটক করা হয় শফিকুলকে।