Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৪৯:২২ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং তাদের আন্দোলনের যৌক্তিক দাবি রাষ্ট্রপক্ষ প্রত্যাখ্যানের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২ টার দিকে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে হাইকোট মোড়ে অবস্থান নেন। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এ সময় যশোর পালবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কারিগরি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমামুল হোসেন বলেন,  ‘পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সরকার এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা না হলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে। তখন এর দায় কিন্তু সরকারকে নিতে হবে।

শিক্ষার্থীরা জানান,  প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে। 

সংগঠনটির যশোরের সমান্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রোমেল বলেন, ‘ছয় দফা দাবি নিয়ে আমরা রাজপথে ছিলাম। কিন্তু বিএসসির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে মাঠে নেমেছে, তাদের অযৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন সময়ে আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এক পর্যায়ে তারা আমাদের প্রকাশ্যে গুলি করার হত্যার হুমকি দিয়েছে। সরকারের পক্ষ থেকে আমাদের দাবি নিয়ে তদন্ত করলেও বিএসসির শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আমাদের দাবি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত। জীবন দিবো তার পরেও আমাদের দাবি বাস্তবায়ন করেই ক্যাম্পাসে ফিরবো। আমরা রাজপথে নেমে জনদুর্ভোগ দিতে চাই না। তাই চাই দ্রুত সমাধানে আসুক।এই সমাধান এসি রুমে নয়; হবে রাজপথে।’  প্রায় দুই ঘন্টা অবরোধ শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। পরে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচিতে যাবেন বলে জানান তারা। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)