নিজস্ব প্রতিবেদক: অভয়নগরে শুভরাড়া গ্রামের শামীম শেখ হত্যা মামলায় দুইজনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। এ মামলার অপর আসামি নাঈম কাজীর রিমান্ড নামঞ্জুর করেছেন বিচারক। আসামিরা হলো, অভয়নগরের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আরমান আকুঞ্জি ও আব্দুল মজিদ গাজীর ছেলে মিজান গাজী। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শামীম শেখ ও তার বন্ধুরা শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এসময় আসামিরা সেখানে এসে তাদের চোখে লাইট মারে। শামীমের বন্ধু আরমান ‘তোরা কারা’ বলা মাত্র তাদের মধ্যে থেকে একজন বলে গুলি লোড কর। এ কথা শুনে শামীম শেখ ও তার বন্ধুরা দৌঁড় দেন। তখন আসামিদের ছোড়া দুইটি গুলির মধ্যে একটি গুলি শামীম শেখের কপালের পাশে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা ককটেল ফাঁটিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শামীম শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর শামীম শেখ মারা যান। এ ঘটনায় নিহত শামীম শেখের পিতা ওহিদুল শেখ দুইজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান, মিজান ও নাঈমকে আটক করেন। ১৪ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাইসুল ইসলাম আটক তিনজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে আরমান ও মিজানের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।