Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জ এসএম কলেজে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:৫২:০৫ পিএম

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ‘জীবন চলার পথে’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটায় এস এম কলেজ মিলনায়তন কক্ষে সহকারী অধ্যাপক আবদুল গফফার এর লেখা প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মো. ছবীর অহম্মদ আখন্দ্। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সরকারি এস এম কলেজ অধ্যক্ষ মো. জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, অধ্যক্ষ বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ বাগেরহাট মো.জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা ড. মো. রুহুল আমীন খান, প্রতিষ্ঠাতা পরিচালক ,আইকন একাডেমি, ঢাকা মীর মো. মোশাররফ হোসেন। প্রধান বক্তা স্বত্বাধিকারী, চৌকস প্রিন্টার্স ও প্রকাশক ‘জীবন চলার পথে’ গ্রন্থের হাফেজ সুলতান অহম্মেদ এ ছাড়াও বক্তৃতা করেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, টিটি কলেজ প্রভাষক মো. আবু সালেহ, মোরেলগঞ্জ মডেল একাডেমি পরিচালক নাহিদ মাহমুদ, ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা বলেন এস এম কলেজের সাবেক সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আবদুল গফফার হাওলাদারের লেখা ‘জীবন চলার পথে’ গ্রন্থটি একবার হলেও পড়ার অনুরোধ করেন।

অনুষ্ঠান শেষে লেখক আব্দুল গফফার হাওলাদারকে মোরেলগঞ্জ মডেল একাডেমির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)