অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে সরকার বিরোধী স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে আকবর সরদার বাদি হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, নওয়াপাড়া পৌরনভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, পায়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, চলিশিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান, মশরহাটী গ্রামের ইমরান হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা হাফিজুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা জোবায়ের বাবু, আল আমিন, ছাত্রলীগ নেতা দীপংকর মল্লিক ও দত্তগাতী গ্রামের কুদ্দুস মোল্যা।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রাজঘাট এলাকায় নূরজাহার ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কে এজাহারনামীয় ২২ জনসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন মাস্ক পরা মানুষ সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল। এরা সকলে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের কারণে যানবাহন চলাচলে প্রকিবন্ধকতা সৃষ্টি, সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান, সড়ক পথ ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করাসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছিল।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘নাশকতার মামলায় এজাহারনামীয় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’