শালিখা প্রতিনিধি : শালিখার বুনাগাতি ইউনিয়নে ৪৭ তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার আমজাদ আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকু। সভাপতিত্ব করেন ইউনিয়ন সাবেক বিএনপি সেক্রেটারি শ্রী অজিত কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শহীদুজ্জামান শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ ইমদাদুল হক টিকু, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ কাইজার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাস বিশ্বাস, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তুহিন শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইকরাম হোসেন তুষার, বিএনপি নেতা মোঃ শাহিদ মাস্টার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেবক মল্লিক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী।