Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শৈলকুপায় বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৮:৩১ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ মজুদ ও বেশি দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকালে লাঙ্গলবাঁধ বাজারে ‘মেসার্স আলামিন ট্রেডার্স’ ও ‘খান ট্রেডার্স’ নামে দুটি সার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ সার মজুদ রাখার দায়ে আলামিন ট্রেডার্সের মালিক মজিদ মণ্ডলকে ৫০ হাজার ও খান ট্রেডার্সের মালিক মিনারুল খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, ‘এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধেই পাওয়া যাবে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, যারা এখনও শুধরে যাননি- তাদের সঠিক নিয়মে ব্যবসা করার পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানও উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)