Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষাবোর্ডে ফল প্রকাশের নয় মাস পরও সার্টিফিকেট পাচ্ছেন না উত্তীর্ণরা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:১৮:২৫ এম

মিরাজুল কবীর টিটো : ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার ৯ মাস পার হলেও যশোর শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট প্রিন্ট করা হয়নি। ওই সালে পাস করা শিক্ষার্থীরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সার্টিফিকেট পাওয়া নিয়ে পড়েছে চরম দুর্ভোগে।
বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, একটি নির্দিষ্ট সময়ে সার্টিফিকেট প্রিন্ট করা হয়। এখন যাদের সার্টিফিকেট লাগবে, তারা বোর্ডে একটি নির্দিষ্ট ফিস দিয়ে আবেদন করলে আবেদনকারীর প্রফেশনাল সার্টিফিকেট দেয়া হবে।
২০২৪ সালের ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর নতুন বছরের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। অথচ আগের বছরের এইচএসসি পাস করা পরীক্ষার্থীরা তাদের সার্টিফিকেট পায়নি এখনো। এখন শিক্ষার্থীদের ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় চলছে। সেখানে ভর্তি হতে গেলে এইচএসসি পাসের সার্টিফিকেট দিতে হবে। আর সার্টিফিকেট না পাওয়ায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান জানান, বোর্ড থেকে আমাদের সার্টিফিকেট দেয়নি। এজন্য আমরা শিক্ষার্থীদের দিতে পারছি না।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করা মানবিকে ছাত্রী মাইশা বুশরা জানান, অনেক আগে আমি এইচএসসি পাস করেছি। এখনো আমাকে সার্টিফিকেট দেয়া হয়নি। সার্টিফিকেট না পাওয়ায় ভার্সিটিটে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। একই কথা জানান আরো কয়েক শিক্ষার্থী।
বোর্ডের একটি সূত্র জানান, যে বছরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই বছরেই সার্টিফিকেট প্রিন্ট করা হয়।
যশোর শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার ফল প্রকাশের তিন থেকে ছয় মাসের মধ্যে সার্টিফিকেট প্রিন্ট করা হয়। বোর্ড কী কারণে করতে পারেনি তা জানা নেই।
এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মৎ আসমা বেগম বলেন, কালী সংকট ও প্রিন্টারের সমস্যার কারণে ২০২৪ সালের এইচএসসি সার্টিফিকেট প্রিন্ট করা হয়নি। এ সমস্যা দুর করা হয়েছে। ২০২৫ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের মার্কশিট প্রিন্ট করা শেষ হলে ২০২৪ সালের এইচএসসি সার্টিফিকেট প্রিন্ট করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)