শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন মিলন ও সাংগঠনিক পদে মহিউদ্দিন বাদল ও শামীম আহমেদ নির্বাচিত হয়েছেন। রোববার দুপুর ১২ টায় উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম তালিম, প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয় এস এম সালাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ওহিদুল ইসলাম পন্টু, রুনা গাজী ও কাজী খায়রুজ্জামান শিপন। অনুষ্ঠান শেষে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক শাহ আলম। শরণখোলা উপজেলা বিএনপির সম্মেলনে চার ইউনিয়নের ২৮৪ কাউন্সিলরে ভোটে সভাপতি পদে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুমান আরা আলো ১২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন ১০৯ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা ইসহাক আলী ৮২ ভোট পেয়েছেন। এছাড়া প্রথম সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন বাদল ১৬৫ ভোট এবং শামীম আহমেদ ১২৫ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হওয়ায় এই নির্বাচনকে ঘিরে উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না।