Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডেঙ্গু সচেতনতায় নওয়াপাড়ায় লিফলেট বিতরণ

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ১১:০৮:৫৬ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকাতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভা কর্তৃপক্ষ নওয়াপাড়া বাজারের বিভিন্ন স্থানে পথচারী, দোকানদার ও এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করে। এতে ডেঙ্গুর লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী প্রসেনজিৎ মণ্ডল, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদার, কনজারভেন্সি ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)