নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ সফল করার লক্ষে সোমবার অভয়নগরের ভাটপাড়া বাজারে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি ১৯ দফা দাবি আদায়ে নেতাকর্মীদের সমাবেশে যোগ দেয়ার আহবান জানিয়েছেন।
জামায়াত নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মশিউর রহমান, উপজেলা আমির সরদার শরিফ হুসাইন, মশিউর রহমান, অধ্যাপক মহিউল ইসলাম, চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মামুন মোড়ল। শেষে একটি প্রচার মিছিল বাজার প্রদক্ষিণ করে।